চাকরি হারানোর আতংকে ফন গাল


প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২০ ডিসেম্বর ২০১৫

হোসে মরিনহোর পর এবার হয়তো বিদায়ের বাঁশি বাজতে চলেছে লুই ফন গালের ম্যানচেস্টার ইউনাইটেডের কোচিং ক্যারিয়ারে। শনিবার রাতে নরউইচ সিটির কাছে ২-১ গোলে হারের পর এই আশংকাই করছেন স্বয়ং ম্যানইউ কোচ। এ নিয়ে ইংলিশ প্রিমিয়র লিগে পরপর তিন ম্যাচে হেরে গেল ম্যানচেস্টারের। যেটা শংকিত করছে ফন গালকে।

ম্যাচ শেষে ঘুরিয়ে সেই কথা স্বীকারও করে নিয়েছেন তিনি। বলেন, ‘আমরা কেউ জানি না এই পৃথিবীতে কখন কি হবে। আমার হাতে কিছু নেই। আমরা শুধু অপেক্ষা করতে পারি।’ তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকলেও মনে করেন পরিবর্তন কোনও সাফল্যের চাবিকাঠি হতে পারে না। তিনি বলেন, ‘আমি মনে করি না পরিবর্তন করলেই রাতারাতি সব বদলে যাবে। তবে এটা আমার বিশ্বাস। অন্য কারও পছন্দ নাও হতে পারে।’

শনিবার নরউইচ সিটির কাছে ২-১ গোলে হেরে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে জেরমের গোলে পিছিয়ে পড়ে তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার টেট্টির গোলে ২-০ তে এগিয়ে যায় নরউইচ সিটি। ৬৬ মিনিটে মার্শালের গোলে ব্যবধান কমালেও জয়ে ফিরতে ব্যর্থ ফন গালের দল। শেষ মুহূর্তে সমতায় ফেরার সুযোগ পেলেও মাতার নিশ্চিত গোল মিস আর তা হতে দেয়নি। রুনির ফেরাও এদিন কোনও কাজে লাগল না।

আইএইচএস/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।