বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ


প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২০ ডিসেম্বর ২০১৫

বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের সূচি একদিন আগেই ঘোষণা করে দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তখনই জানা গিয়েছিল এই টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে বাংলাদেশেরই দুটি দল। জাতীয় দল এবং অনুর্ধ্ব-২৩ দল। এবার এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতিও শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।

‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ২০১৬’ এবং ‘এসএ গেমস ২০১৬’-এ অংশগ্রহনের জন্য আজ (রোববার) ৪১ সদস্যের অনুর্ধ্ব-২৩ প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং এসএ গেমস উপলক্ষ্যে অনুর্ধ্ব-২৩ জাতীয় ফুটবলের উভয় দলের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন স্প্যানিশ কোচ গঞ্জালো সানচেজ মোরেনোকেত দায়িত্ব দেয়া হয়েছে। তার সহকারী প্রশিক্ষক হিসেবে সৈয়দ গোলাম জিলানীকে দায়িত্ব দেয়া হয়েছে।

বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল গঠনের লক্ষ্যে আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামের আর্টিফিশিয়াল টার্ফে প্রতিদিন সকাল ৮.০০টা থেকে ট্রায়াল অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে নির্বাচিত অনুর্ধ্ব-২৩ বছরের ৪১জন খেলোয়াড়দের ক্রীড়া সরঞ্জামসহ যথাসময়ে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম আর্টিফিশিয়াল টার্ফে উপস্থিত হয়ে ফুটবল প্রশিক্ষক মোরেনোর নিকট রিপোর্ট করার জন্য বাফুফের পক্ষ থেকে বলা হয়েছে।

৪১জন ফুটবলারের তালিকা
গোলরক্ষক: রাসেল মাহমুদ, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ হোসেন সুজন, মোহাম্মদ রাজিব, রাকিবুল ইসলাম রনি।
ডিফেন্ডার: নাহিদুল ইসলাম নাহিদ, শাকিল আহমেদ, টুটুল হোসেন বাদশা, নুরুল নাঈম ফয়সাল, মনসুর আহমেদ, এসএম মঞ্জুরুর রহমান, রিদওয়াদ বিন রাকিন, সাব্বির আহমেদ সুমন, মোহাম্মদ রকি, সোহেল রানা, কৃষ্ণ পাণ্ডে, আসানুল হক মিলন, রানা বিশ্বাস, খালেকুজ্জামান সবুজ।

মিডফিল্ডার: আতিকুর রহমান ফাহাদ, মাশুক মিয়া জনি, ওমর ফারুক বাবু, এএস ইউসুফ সিফাত, ফজলে রাব্বি, ওমর ফারুক, কৃষ্ণ মালি, মোহাম্মদ হানিফ, নাজমুল ইসলাম রাসেল, বিপুল আহমেদ।

ফরোয়ার্ড: কাওসার আলি রাব্বি, মোহাম্মদ নুরুল আবসার, রুবেল মিয়া, মোহাম্মদ তকলিস আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, আবদুল মালেক, মোহাম্মদ সোহেল মিয়া, মান্নাফ রাব্বি, আমিনুর রহমান সবুজ, মোহাম্মদ কায়েস, মোহাম্মদ জুলফিকার, রেজাতুল ইসলাম।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।