সোনারগাঁয়ে বিএনপির মেয়র প্রার্থীকে শোকজ


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২০ ডিসেম্বর ২০১৫

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোশাররফ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রিটার্নিং অফিসার। আচরণবিধি লঙ্ঘন করে বাড়িতে ভুরিভোজের অভিযোগে রোববার বিকেলে তাকে ২৪ ঘণ্টার মধ্যে  নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

জানা যায়, শনিবার বিকেলে সোনারগাঁও পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সেই উপলক্ষে বিএনপির মেয়র প্রার্থী মোশারফ হোসেনের বাড়িতে ভুরিভোজের আয়োজন করা হয়েছিল। এ সময় তার বাড়িতে শত শত নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা ভুরিভোজে অংশগ্রহণ করে। এতে তার বিরুদ্ধে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠে।

নির্বাচনের রিটার্নিং অফিসার তারিফউজ্জামান জাগো নিউজকে জানান, বিএনপি প্রার্থী মোশাররফ হোসেন শনিবার দুপুরে তার নিজ বাড়িতে নির্বাচন উপলক্ষ্যে লোকজনদের ভুরিভোজ করিয়েছে যা নির্বাচনী আইন লঙ্ঘন। এ অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
 
শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।