বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর প্রতিষ্ঠানে হামলা


প্রকাশিত: ১০:৩৩ এএম, ২০ ডিসেম্বর ২০১৫

ঝিনাইদহের শৈলকুপায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে মহিলাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোববার দুপুরে শৈলকুপা পৌর এলাকার চতুড়া গ্রামে রাহুল বিক্সে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একদল সন্ত্রাসী লাঠিসোটা ও দেশিয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী খলিলুর রহমানের ইটভাটায় হামলা চালিয়েছে। এ সময় ভাটার মালিক মেয়র প্রার্থী খলিলুর রহমান ও তার ভাটা শ্রমিকরা দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি ভেঙে দুমড়ে-মুচড়ে দেয় সন্ত্রাসীরা।

ইট ভাটার আশপাশের লোকজন ছুটে এলে মহিলাসহ অন্তত পাঁচজনকে পিটিয়ে আহত করা হয়। আহতরা হলেন, ওমর আলী, কেড়, তরিকুল, ববিতা খাতুন ও ভাটা শ্রমিক হোসেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।