ইন্দোনেশিয়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত : নিহত ২


প্রকাশিত: ০৮:৩৪ এএম, ২০ ডিসেম্বর ২০১৫

ইন্দোনেশিয়ার মধ্য জাভায় একটি সামরিক যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। রোববার দেশটির ইয়োগিয়াকারতা শহরে বিমানটি বিধ্বস্ত হলে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, যুদ্ধ বিমানটি আকাশে মহড়া দেয়ার সময় নিচের দিকে দ্রুত গতিতে নেমে আসছে। পরে ওই বিমানটি ইয়োগিয়াকারতা শহরে বিধ্বস্ত হলে কালো ধোঁয়ার কুন্ডলী উড়তে দেখা যায়।

দেশটির বিমান বাহিনীর মুখপাত্র দিউই বাদারমান্তো বলেন, টি-৫০ গোল্ডেন ইগলের একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে। মহড়া দেয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়েছে নিশ্চিত করেছেন তিনি। এ ঘটনায় দুই চালক নিহত হয়েছে।

তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থানে কোনো হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি দিউই।

গত জুনে দেশটির সুমাত্রা দ্বীপের সবচেয়ে বড় শহর মেদানে হারকিউলিস সি-১৩০ বিমান বিধ্বস্ত হলে অন্তত ১৪২ জনের প্রাণহানি ঘটে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।