বাংলাদেশ দলকে মন্ত্রিসভার অভিনন্দন


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ১৭ নভেম্বর ২০১৪

জিস্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশ দলের তিন ম্যাচের টেস্ট সিরিজ জয়লাভের জন্য দলের সকল খেলোয়াড়কে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে বাংলাদেশ দলকে অভিনন্দন জানানো হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশারারাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

উল্লেখ্য, রোববার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে সফরকারীদের ১৮৬ রানে হারিয়েছে মুশফিক বাহিনী। সঙ্গে দেশের মাটিতে প্রথমবারের মতো কোনো দলকে হোয়াইটওয়াশের রেকর্ড গড়েছে লাল-সবুজ শিবির।

জয়ের জন্য জিম্বাবুয়েকে ৪৪৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ। আপ্রাণ চেষ্টা করলেও স্বাগতিকদের বোলিং তোপে শেষ অবধি লক্ষ্য টপকাতে পারেনি তারা। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৮৯ রান করছেন চাকাভা। এ ছাড়া ৬৫ রান করছেন সিকান্দার রাজা।

অবশ্য দারুণ খেলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার আগে ৫০৩ রান তুলেছিল তারা। সেঞ্চুরি হাঁকিয়েছন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। আর দ্বিতীয় ইনিংসে মুমিনুল হকের অপরাজিত সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ৩১৯ তুলে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।