বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু ৮ জানুয়ারি
৮ দলের অংশগ্রহণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের চতুর্থ আসর শুরু হবে ৮ জানুয়ারি, চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। শনিবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই জরুরী সভা।
১৯৯৬ সালে সর্বপ্রথম বঙ্গবন্ধু কাপ নামে টুর্নামেন্টটি শুরু করেছিল তখনকার ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি। দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৯ সালে। এরপর আর টুর্নামেন্টটি আলোর মুখ দেখেনি দীর্ঘ সময় পর্যন্ত। বাফুফে কার্যনির্বাহী কমিটি ২০০৯ সালে উদ্যোগ গ্রহণ করেছিল টুর্নামেন্টটি মাঠে গড়ানোর। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে, তখন পারা যায়নি। তবে শেষ পর্যন্ত টুর্নামেন্টটির তৃতীয় আসর ২০১৪ সালে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ নামে।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তখনই ঘোষণা করেছিলেন, টুর্নামেন্টটি আর কখনও হারিয়ে যাবে না। নিয়মিত অনুষ্ঠিত হবে। তার সেই ঘোষণা অনুযায়ী এই বছর জানুয়ারিতেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টের আসর আয়োজনের ঘোষণা দিল বাফুফে কর্তৃপক্ষ।
গতবছরের মত এবারও বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং সিলেট জেলা স্টেডিয়ামে। ৮ জানুয়ারি শুরু হওয়ার পর টুর্নামেন্টটি শেষ হবে ১৮ জানুয়ারি। গতবছর অংশগ্রহণকারী দল ছিল ৬টি। এবার আরও দুটি বাড়ানো হচ্ছে। মোট আট দল অংশ নেবে এতে। বাংলাদেশেরই থাকছে দুটি দল। জাতীয় ফুটবল দল এবং অনুর্ধ্ব-২৩ ফুটবল দল।
তবে গত আসরে অংশ নেয়া থাইল্যান্ড এবং সিঙ্গাপুর ফুটবল দল অংশ নিচ্ছে না এবারের আসরে। নতুন যোগ হচ্ছে মালদ্বীপ, কম্বোডিয়া এবং নেপাল। আগে থেকে ছিল মালয়েশিয়া, বাহরাইন এবং শ্রীলংকা।
আইএইচএস/জেডএইচ/পিআর