পৌর নির্বাচনে সরকারকে হস্তক্ষেপ না করার আহ্বান বিএনপির


প্রকাশিত: ০৬:২৬ এএম, ১৯ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

আসন্ন পৌরসভা নির্বাচনে সরকারকে হস্তক্ষেপ না করার অাহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি নির্বাচন কমিশন তথা ইসিকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান মির্জা ফখরুল।

এর আগে গুলশান কার্যালয়ে শরিক দলগুলোর মহাসচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর নির্বাচনের বিষয় নিয়ে শরীক দলের মহাসচিবদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে বলে জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, শরীক দলের নেতারা কথা দিয়েছেন পৌর নির্বাচনে ২০ দলের প্রার্থীদের সমর্থন দেবেন। বিএনপির প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাবেন।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পৌর নির্বাচন সুষ্ঠু হবে না জানার পরও নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। মানুষের অধিকারের আদায়ের জন্য নির্বাচনে যাচ্ছি।

পৌর নির্বাচন গণতান্ত্রিক আন্দোলনের পথ হিসেবে বেছে নিয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।

এমএম/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।