টানা ৯৯ টেস্ট খেলার রেকর্ড গড়লেন ম্যাককালাম


প্রকাশিত: ১২:৩১ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৫

রেকর্ডটা নিয়ে একটু বিভ্রান্তি ছড়াতেই পারে। টানা টেস্ট খেলার রেকর্ডের কথা আসলেই সবার আগে নাম উঠে আসবে অ্যালান বোর্ডারের। সাবেক অসি অধিনায়ক যে চূড়ায় বসে আছেন, সেখানে আদৌ কারও যাওয়া সম্ভব হবে কি না সন্দেহ। ১৯৭৯ সালের ১০ মার্চ থেকে ১৯৯৪ সালের ২৪ মার্চ- এই দেড় দশকের মধ্যে টানা ১৫৩টি টেস্ট খেলে রেকর্ড বইয়ে নিজের নামটা স্বর্নজ্জোল অক্ষরে লিখে রেখেছেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তী ক্রিকেটার।

এই তালিকায় নাম আসবে সুনীল গাভাস্কারের, অ্যালিস্টার কুক কিংবা মার্কওয়াহর। তবে, আজ হ্যামিল্টনের সেডন পার্কে যে রেকর্ডটা গড়ে ফেললেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, সেটা দেখে বুঝি ইর্ষা হবে খোদ অ্যালান বোর্ডারেরও! আজ (শুক্রবার) সকালে যখন অ্যাঞ্জেলো ম্যাথিউজের সঙ্গে টস করতে নামলেন ম্যাককালাম, তখন তার নামের পাশে লেখা হলো ৯৯ টেস্ট। তাহলে রেকর্ডটা কোথায়!

এখানেই তো আসল মাহাত্ম্য লুকিয়ে। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে গিয়ে টেস্টি ক্রিকেটে নতুন ইতিহাস স্থাপন করলেন ম্যাককালাম। অভিষেকের পর থেকে টানা টেস্ট খেলার রেকর্ড যে শুধুমাত্র ডি ভিলিয়ার্সের নামের পাশে লেখা ছিল এতদিন! অভিষেকের পর নটআউট। অথ্যাৎ টানা ৯৮টি টেস্ট খেলে গত এপ্রিলে বাংলাদেশের এসেছিলেন ডি ভিলিয়ার্স। তবে, অনাগত সন্তানের মুখ দেখতে বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ না খেলেই দেশে চলে যান তিনি। যে কারণে, টানা ৯৮টি টেস্ট খেলার পর বিরতিটা দিতেই হলো এবি কে। না হয়, টানা ১০০টি টেস্ট খেলার রেকর্ড বাংলাদেশে বসেই গড়ে ফেলতে পারতেন ডি ভিলিয়ার্স।

Test-Record

প্রোটিয়া ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স থামলেও, তার পেছন পেছন ছুটতে থাকা ম্যাককালাম কিন্তু থামেননি। ডানেডিনে যখন শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন, তখনই ডি ভিলিয়ার্সকে ছুঁয়ে ফেলেন কিউই অধিনায়ক। এবার সেটাও ছাড়িয়ে গেলেন। তবে, অভিষেকের পর টানা শততম টেস্ট খেলতে নামার জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে ম্যাককালামকে।

কারণ, শ্রীলংকার বিপক্ষে এটাই সিরিজের শেষ টেস্ট। এরপর পাকিস্তান নিউজিল্যান্ড সফর করলেও, ওই সিরিজে কোন টেস্ট নেই। পাকিস্তান সিরিজের পর রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিউইদের হোম সিরিজ। ওই সিরিজেই প্রথম টেস্টে ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। কোন কারণে, কোন সমস্যা না হলে ওই ম্যাচই হতে পারে টেস্ট ক্রিকেটের একটি মাইলফলক। একজন ক্রিকেটারের অভিষেকের পর থেকে টানা শততম টেস্ট খেলার গৌরব রচিত হবে হয়তো ওইদিনই। তবুও, অভিষেকের পর টানা ৯৯ টেস্ট খেলার রেকর্ডে তো সবার ওপরে নাম থাকবে ম্যাককালামেরই।

তবে অভিষেকের পর না হলেও, টানা টেস্ট খেলার রেকর্ড কিন্তু অ্যালান বোর্ডারের দকলে। ১৫৩টি টেস্ট খেলেছেন তিনি কোন বিরতি ছাড়া। বোর্ডারের রেকর্ড ভাঙার জন্য একজন ছুটছেন খুব জোরেসোরে। তবে এখনও ৩৩টি টেস্ট খেলতে হবে তাকে। তিনি হলেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টর কুক। ১২০টি টেস্ট টানা খেলে ফেলেছেন তিনি। এরপরই রয়েছে অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তী ব্যাটসম্যান মার্ক ওয়াহ। তিনি খেলেছেন টানা ১০৭টি টেস্ট। ১০৬টি টেস্ট টানা খেলে এরপরই রয়েছেন ভারতের সুনীল গাভাস্কার।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।