ব্রাহ্মণবাড়িয়ায় শিশু মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
প্রতি বছরের ন্যায় এবারো ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরে অনুষ্ঠিত হয়েছে ১২তম শিশু মেধাবৃত্তি পরীক্ষা। চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি উপজেলার ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার ৫৮৪ জন শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে।
দুপুর ১২টার দিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চিনাইর শিশু মেধা বৃত্তি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।
কেন্দ্র পরিদর্শন শেষে তারা সংবাদিকদের জানান, মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং ভিন্ন পরিবেশে শিশুদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি লক্ষে প্রতিবছর এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। পাশাপাশি সততার সঙ্গে শিক্ষাকে সবার কাছে জনপ্রিয় করে তোলা এবং শিক্ষা যে কোনো ব্যবসা নয় সেটি ধারণ করেই এগিয়ে নিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, আগামী ১৭ মার্চ জাতীয় শিশু দিবসে মেধাবৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের নগদ দুই হাজার এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের ১৫০০ টাকা করে প্রদান করা হয়।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এমএস