পাকিস্তান সুপার লিগে কোচ হচ্ছেন ফ্লাওয়ার


প্রকাশিত: ১১:১৭ এএম, ১৮ ডিসেম্বর ২০১৫

প্রথমবারের মত আয়োজিত পাকিস্তান সুপার লিগে (পিএলএল) কোচ হিসাবে যোগ দিচ্ছেন ইংল্যান্ডের সাবেক প্রধান কোচ এন্ডি ফ্লাওয়ার। পেশোয়ার জালমি ফ্র্যাঞ্চাইজির ব্যাটিং কোচের দায়িত্ব নেবেন বলে নিজেই জানিয়েছ্নে এই জিম্বাবুইয়ান। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সম্পূর্ণ অনুমতি নিয়েই পিএলএলে যোগ দিচ্ছেন বলেও জানান তিনি।

ইসিবি.সিও.কমকে দেয়া সাক্ষাৎকারে ফ্লাওয়ার বলেন, ‘আমি পাকিস্তান সুপার লিগের একটি ফ্র্যাঞ্চাইজি দল পেশোয়ারের ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত হয়েছি। আমি এখানে ভিন্ন কিছু করার প্রত্যাশা করছি।’

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রাউস তাকে পিএসএলে যোগদানের জন্য উৎসাহিত করেছেন বলে জানান ফ্লাওয়ার। কিছুদিন আগে স্ট্রাউসের অনুরোধেই ফ্লাওয়ার ইংল্যান্ড লায়ন স্কোয়াডের দায়িত্ব নেন। বৃহস্পতিবারই পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ৩-২ ম্যাচে জয় নিশ্চিত করেছে ফ্লাওয়ারের দল।

এই প্রসঙ্গে ফ্লাওয়ার বলেন, ‘ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কোন সমস্যা হবে কি না এটা নিয়ে আমি স্ট্রাউসের সঙ্গে কথা বলেছি। সে আমাকে বলেছে এটা ইংল্যান্ডের জন্য ভালো হবে কারণ এতে করে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার অভিজ্ঞতা অর্জন হবে। এছাড়াও ইংল্যান্ডের বাইরের ঘরোয়া ক্রিকেট সম্পর্কে জানা যাবে। সেখানে আরও অনেক আন্তর্জাতিক মানের কোচ এবং খেলোয়াড় থাকবে তাদের সঙ্গে মিশে আমাদের ইংল্যান্ড দলের খেলোয়াড়দের জ্ঞান বৃদ্ধি হবে।
 
পাকিস্তান ক্রিকেট একাডেমী দলের সাবেক প্রধান কোচ মোহাম্মদ আকরাম পেশোয়ার দলের প্রধান কোচ নিযুক্ত হয়েছেন। তার সঙ্গেই কাজ করবেন ফ্লাওয়ার।

ফ্লাওয়ার ছাড়াও আরও অনেক বিদেশি তারকা পিএলএলে যোগ দিয়েছেন। সাবেক অস্ট্রেলিয়ান ডিন জোন্স ইসলামাবাদ ইউনাইটেড ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন। এছাড়াও অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ মিকি আর্থার করাচী কিংসের দায়িত্ব নিচ্ছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।