এবার পপুলার হাসপাতালে র্যাবের অভিযান
রাজধানীর একের পর এক ‘তারকা হাসপাতালে’ অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজধানীর পপুলার হাসপাতালের ধানমন্ডি শাখায় অভিযান শুরু করেছে র্যাব। র্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে অভিযান চালিয়ে গত ৬ ডিসেম্বর অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ল্যাবএইড হাসপাতালের এক চিকিৎসকের সহকারীকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
তারপর গত ৯ ডিসেম্বর স্কয়ার হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর স্কয়ার হাসপাতালকে ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এভাবেই রাজধানীর অ্যাপোলো, ল্যাবএইড, স্কয়ার, ইউনাইটেডসহ পাঁচ তারকাখ্যাত হাসপাতালগুলোতে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন সময় ঝটিকা অভিযান চালায়। এসময় অনুনোমোদিত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রাখার দায়ে তাদের লাখ লাখ টাকা জরিমানা করে। এরপরও হাসপাতাল কর্তৃপক্ষ অবৈধ ওষুধ বিক্রিসহ নানা অবৈধ কার্যক্রম বন্ধ করছে না। পুনরায় চালিয়ে যাচ্ছে নিজেদের বাণিজ্য।
এআর/এসএইচএস