ডেনমার্কে বিজয় দিবস উদযাপিত


প্রকাশিত: ০৫:০৮ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৫

ডেনমার্কের কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর পরে বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতাযুদ্ধে নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে মহামান্য রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান রাষ্ট্রদূত এম. মুহিত। এছাড়া প্রধানমন্ত্রী ,পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব জনাব শাকিল শাহরিয়ার। রাষ্ট্রদূত তার সৌজন্য ভাষণে মহান বিজয় দিবসের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল মুক্তিযোদ্ধার আত্মত্যাগের কথা স্মরণ করেন।

তিনি বলেন, আজ বাংলাদেশ সৃষ্টি না হলে এমন দিনে আমরা সবাই বসে বাংলাদেশের কথা বলতে পারতাম না। প্রবাসের সকল বাঙালি এক এক জন দেশের প্রতিনিধি। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে আজ করতে হবে।


ডেনমার্কের প্রবাসী বাঙালিদের মাঝে উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ আলী মোল্লা লিংকন, সাধরণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়া, তাইফুর রহমান ভুইয়া, শাহবুদ্দিন ভুইয়া, রুহুল আমিন কাজল, ইকবাল হোসেন মিঠু, আ ন ম আরিফ খালেক, জামাল আহমেদ, সাব্বির আহমেদ, সামি দাস, মঞ্জুর আহমেদ লিমন, মোতালেব ভুইয়া, আমির হোসেন, রেজাউল করিম, ফাহমিদ আল মাহিদ, রেজাউল হক, রাশেদুল হাসান রুবেল, রবিন সায়ীদ, মাসুদ রানা, কবির হোসেন, শেখ কামালসহ আরও অনেকে।

উল্লেখ্য, ডেনমার্কে দূতাবাস প্রতিষ্ঠা হয় এ বছর।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]