কুড়িগ্রামে চলছে আচরণবিধি ভঙের উৎসব
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় নির্বাচনী আচরণবিধি ভঙের মহোৎসব চলছে। দেয়ালে দেয়ালে লাগানো হচ্ছে পোস্টার। আর উঠান বৈঠকের নামে চলছে সভা। ইতোমধ্যে বিধি ভঙের অভিযোগে এক কাউন্সিলর প্রার্থীকে নোটিশ দিয়েছে নির্বাচন কর্মকর্তা।
বুধবার পৌর এলাকার ৫নং ওয়ার্ডের বালাটারী বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন (গাজর), মাসুদ রানা (পাঞ্জাবি), ইউনুছ আলী (ডালিম), আতাউর রহমান (উটপাখি), রোস্তম আলী (টেবিল ল্যাম্প) সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী নাজমা বেগম (গ্যাসের চুলা) ও আলেয়া বেগমের (ফ্রক) প্রতীকের পোস্টার দোকান ও বাড়ির দেয়ালে লাগানো হয়েছে।
৯নং ওয়ার্ডের বাবুরহাটে গিয়ে দেখা যায় একই চিত্র। ওই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী খায়রুল আলম বাবু (পানির বোতল) ও শামসুল হক কবিরাজের (টেবিল ল্যাম্প) পোস্টার দেয়ালে লাগানো হয়েছে। স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল আজিজের নারিকেল গাছ প্রতীকের পোস্টারও লাগানো হয়েছে দোকান ঘরের দেয়ালে। খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনী এলাকার প্রায় ওয়ার্ডে একইভাবে বিধি অমান্য করে পোস্টার লাগিয়েছেন প্রার্থীরা।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আচরণবিধি ভঙের অভিযোগে ৯নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মমিনুর রহমান ভোলাকে নির্বাচনী কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ বলেন, আচরণবিধি ভঙের বিষয়ে প্রার্থীদের আগেই সতর্ক করে দেয়া হয়েছে। এরপরও অনেক প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙের অভিযোগ পাওয়া যাচ্ছে। ম্যাজিস্ট্রেট টিম তদন্ত করছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
নাজমুল হোসেন/এআরএ/পিআর