আগামী বছরও নভেম্বরে বিপিএল


প্রকাশিত: ০১:১৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৫

২০১২ সালে মাঠে গড়ানোর পর দেখতে দেখতে তিনটি আসর অনুষ্ঠিত হয়ে গেলো জমজমাট ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ বিপিএলের। ফিক্সিং কেলেঙ্কারির কারণে মাঝে এক বছর আবার অনুষ্ঠিত হতে পারেনি ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে আকর্ষণীয় এই টুর্নামেন্টটির একটি আসর। তবে তৃতীয় আসরে এসে বিপিএল যেভাবে জনপ্রিয়তা পেয়েছে, যেভাবে আয়োজনও সফল হয়েছে- তাতে করে আগামী বছর এ টুর্নামেন্টকে কিভাবে আরও বেশি আকর্ষণীয় করা যায় সে চিন্তা-ভাবনা এখনই শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

তবে তার আগে চতুর্থ বিপিএলের সম্ভাব্য তারিখ ঘোষণা করে দিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তৃতীয় আসরের জমজমাট ফাইনাল শেষেই তিনি জানিয়ে দেন, আগামী বছর বিপিএল অনুষ্ঠিত হবে নভেম্বর মাসে। শুধু তাই নয়, আগামী বছর থেকে বিপিএলের ভেন্যু এবং দল সংখ্যাও বাড়ানোর পক্ষে মত দিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট।

চতুর্থ বিপিএলের তারিখ ঘোষণা করতে গিয়ে পাপন বলেন, ‘বিপিএলের এই তুমুল জনপ্রিয়তা দেখে আমরা উচ্ছ্বসিত। আগামী বছরের নভেম্বরে বিপিএলের চতুর্থ আসর আয়োজনের ভাবনা আছে আমাদের। এবার ঢাকা ও চট্টগ্রামে যে জনপ্রিয়তা দেখেছি, তাতে আগামী আসর আরও ছড়িয়ে দেওয়া হবে। হয়ত সিলেটসহ আরও ভেন্যুতে খেলা হবে। বাড়বে দল সংখ্যাও।’

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।