হকিতে যেভাবে বণ্টন হবে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২১

বাংলাদেশ প্রিমিয়ার হকি লিগের ক্লাবগুলোর জন্য এক কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুদানের টাকা সবশেষ লিগে দলগুলোর অবস্থান অনুযায়ী ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।

বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে অনুষ্ঠিত ফেডারেশের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রীর অনুদানের টাকা বরাদ্দের বিষয়টি সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান সভায় সভাপতিত্ব করেন।

আগামী ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দলবদল অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রণোদনার ১ কোটি টাকা থেকে সবশেষ লিগের প্রথম ৩ দল পাবে ১২ লাখ টাকা করে। পরবর্তী ২ দল ৮ লাখ টাকা করে এবং বাকি ৭ দল পাবে ৬ লাখ টাকা করে।

লিগের চ্যাম্পিয়ন প্রাইজ মানি ৩ লাখ টাকা, ২ লাখ টাকা রানার্সআপ ও ১ লাখ টাকা পাবে তৃতীয় হওয়া দল।

আরআই/এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।