আবারো অস্ট্রেলিয়া দলে হাসি
ভারতে অনুষ্ঠেয় ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান মাইক হাসিকে দলে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে এবার খেলোয়াড় হিসেবে নয় অস্ট্রেলিয়া দলের কোচিং পরামর্শক হিসেবে কাজ করবেন প্রাক্তন এই ব্যাটসম্যান।এছাড়া ভারতের প্রাক্তন অলরাউন্ডার শ্রীধরন শ্রীরামও অজি দলের সঙ্গে কাজ করবেন।
জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তাই বেশ উচ্ছ্বসিতই হাসি। অ্যারন ফিঞ্চের দলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন বলেও জানালেন ‘মিস্টার ক্রিকেট’, ‘অস্ট্রেলিয়ার গর্বিত একজন ক্রিকেটার হিসেবে আমি খুবই আনন্দিত যে, টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার লড়াইয়ে অস্ট্রেলিয়া দলের সঙ্গে যুক্ত হতে পারছি। ছেলেদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি আমি।’
গত ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের হয়েও একই কাজ করেছিলেন হাসি। আর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজ করবেন নিজ দেশের হয়ে। টুর্নামেন্টের প্রথম দুই সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দেবেন হাসি। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ আগামী বছরের ১৮ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
এমআর/এমএস