আবাহনীর ঘরে মোহামেডানের হানা
প্রিমিয়ার হকি লিগ সামনে রেখে খেলোয়াড়দের দলবদলের বাজার বেশ জমে উঠেছে। বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান এবং অন্য দুই বড় দল আবাহনী ও মেরিনার ইয়াংস নিজেদের ঘর গুছিয়ে নেওয়ার কাজটি প্রায় সেরে ফেলেছে।
এক্ষেত্রে এগিয়ে রয়েছে সাদা-কালোরা। গত আসরের চ্যাম্পিয়ন দলটি বড় চমক দেখিয়েছে যুব দলের অধিনায়ক ও জাতীয় দলের সহ-অধিনায়ক আশরাফুল ইসলাম ও ফরোয়ার্ড সারোয়ারকেকে আবাহনী থেকে নিজেদের দলে এনে।
মোহামেডানের হকি কমিটির চেয়ারম্যান মনজুর আলম এবং গতবারের চ্যাম্পিয়ন দলের ম্যানেজার ও সাবেক অধিনায়ক আরিফুল হক প্রিন্স এবারের দল গোছানোর কাজ করছেন। বাহিনী কোটার পাঁচজন নিশ্চিত করার পাশাপাশি মোহামেডানের কর্মকর্তারা আরো কিছু তরুণ খেলোয়াড়ের সঙ্গেও আলোচনা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন।
জাতীয় দলের ডিফেন্ডার আশরাফুল ইসলাম এরই মধ্যে মোহামেডানে খেলার বিষয়টি নিশ্চিত করে তার পুরোনো ক্লাব আবাহনীকে তা জানিয়ে দিয়েছেন।
যুব দলের অধিনায়ক ও পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আশরাফুল ইসলাম জাগো নিউজকে বলেছেন, ‘আমি দুই বছর মেরিনার্স এবং দুই বছর আবাহনীতে খেলেছি। মোহামেডান বড় দল, গতবারের চ্যাম্পিয়ন। ঐতিহ্যবাহী এই ক্লাবে আমার খেলার ইচ্ছা ছিল। প্রস্তাব পছন্দ হওয়ায় সাদাকালো শিবিরে খেলবো বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।’
মোহামেডান এরই মধ্যে বাহিনী কোটার ৫ খেলোয়াড় চূড়ান্ত করেছে। রাসেল মাহমুদ জিমি, ইমরান হাসান পিন্টু এবারও থাকছেন মোহামেডানে। আবাহনীর আশরাফুল ও সারোয়ার এবং মেরিনার্সের কৌশিককে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান।
এদিকে আশরাফুলকে হারিয়ে বাহিনীর পঞ্চম খেলোয়াড় এখনও নিশ্চিত করতে পারেননি আবাহনী। আকাশী- নীলরা বাহিনী কোটায় ইতিমধ্যে নিজেদের সিটুল, আরশাদ, রোমানকে নিশ্চিত করেছে এবং মেরিনার্স থেকে নিয়েছে মাহবুবকে।
আরআই/এসএএস/এএসএম