বিপিএলে ব্যাটিংয়ে শীর্ষে সাঙ্গাকারা


প্রকাশিত: ০৪:৩৯ এএম, ১৬ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের শুরু থেকেই ধুঁকছিল ঢাকা ডাইনামাইটস। শেষ চারের টিকিট পাওয়ার জন্য শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাদেরকে। ইলিমিনেটর রাউন্ডে এসে বরিশালের কাছে হেরে বিদায় নেয় দুই বারের চ্যাম্পিয়নরা। তবে এক দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন ঢাকার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। (বিপিএল) তৃতীয় আসরে তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ রান।

ঢাকা ডায়ানামাইটস এর হয়ে লংকান এই ব্যাটসম্যান ১০ ম্যাচে করেন ৩৪৯ রান। এছাড়া কুমিল্লার ইমরুল কায়েস ১২ ম্যাচে ৩১২, চিটাগাং এর তামিম ইকবাল ৯ ম্যাচে ২৯৮, বরিশালের মাহমুদুল্লাহ ২৭৯ রান করেছেন।

উল্লেখ্য, বিপিএলের তৃতীয় আসরে বরিশাল বুলসকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।