বাণী-বচন : ১৬ ডিসেম্বর ২০১৫
স্বাধীনতা
স্বাধীনতা এত দুর্লভ কেন? কারণ তা হচ্ছে সর্বাধিক কল্যাণকর। -ভল্টেয়ার
আলোক ব্যতীত যেমন পৃথিবী জাগে না , স্রোত ব্যতীত যেমন নদী টেকেনা, স্বাধীনতা ব্যতীত তেমনি জাতি কখনো বাঁচিতে পারে না। -ইসমাইল হোসেন সিরাজী
যে দেশের জনগণ যত বেশি সভ্য, সে দেশের স্বাধীনতা তত বেশি অর্থবহ।- হেনরি জিলেস
স্বাধীনতা গণতান্ত্রিক রাষ্ট্রের গৌরব। সুতরাং একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্রেই স্বাধীন মানুষেরা বসবাসের ইচ্ছা করবে। -প্লেটো
বচন
আপন দোষের অন্ত নাই
পরের দোষ কত দিবে ভাই?
অর্থ : নিজের দোষ না দেখে অন্যের দোষ খুঁজলে এ কথা বলা হয়।
এইচআর/এমএস