লিটনকে হারাল কুমিল্লা


প্রকাশিত: ০৩:০১ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৫

পুরো বিপিএলের চিত্র বিশ্লেষণ করলে বোঝা যায়, ১৫৬ রানের ইনিংসটা বেশ চ্যালেঞ্জিং। বিশেষ করে রাতের ম্যাচে তো আরও বেশি। ফাইনালের মত ম্যাচে এসে যখন বরিশাল বুলস কুমিল্লার সামনে ১৫৬ রানের ইনিংস দাঁড় করিয়ে দিয়েছে, তখন তাকে তো চ্যালেঞ্জিং বলতেই হবে। এই রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

পুরো টুর্নামেন্টেই ফ্লপ ছিলেন লিটন কুমার দাস। ফাইনালেও পারলেন না জ্বলে উঠতে। ৬ বল মোকাবেলা করে মাত্র ৩ রান করে আউট হয়ে গেলেন কুমিল্লার এই ওপেনার। পাকিস্তানি পেসার মোহাম্মদ সামির বলে রিটার্ন ক্যাচ দিয়ে আউট হয়ে যান লিটন কুমার দাস। দলীয় রান তখন ২.৫ ওভারে ২৩।

এ রিপোর্ট লেখার সময় কুমিল্লার রান ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩০ রান। ১৬ রান নিয়ে ব্যাট করছেন ইমরুল কায়েস। তার সঙ্গী আহমেদ শেহজাদ ব্যাট করছেন ৭ রান নিয়ে।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।