পাঁচ মাস পর মাঠে ফিরল হকির মেয়েরা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ২৬ আগস্ট ২০২১

নিজেদের মধ্যে পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে দীর্ঘ প্রায় পাঁচ মাস পর মাঠে ফিরেছে হকির মেয়েরা। বৃহস্পতিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হয়েছে এই সিরিজ। বাংলাদেশ হকি ফেডারেশন এই সিরিজের দুটি দলের নাম দিয়েছে প্রয়াত দুই সংগঠক মাহমুদুর রহমান মমিন ও শামসুল বারীর নামে।

বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিরিজ উদ্বোধন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আবদুর রশিদ শিকদার, সাজেদ এএ আদেল, জাকি আহমেদ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সিরিজের পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডনসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সিরিজের প্রথম ম্যাচে মাহমুদুর রহমান মমিন একাদশ ৩-০ গোলে হারিয়েছে শামসুল বারী একাদশকে। গোল করেছেন ফারদিন আক্তার রাত্রি, জোয়ায়রিয়া ফেরেদৌস জয়িতা ও সুমাইয়া আক্তার সিমু।

সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার বিকেল ৫টায়।

আরআই/এসএএস/এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।