ফাইনালে স্বাভাবিক খেলতে চান নাফীস


প্রকাশিত: ১০:৪৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৫

শিরোপার লক্ষ্যে মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হচ্ছে বরিশাল বুলস। ব্যাটিং দানব ক্রিস গেইলকে ছাড়াই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে দারুণ জয় পেয়েছে তারা। নিজেদের সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ফাইনালে ধরে রাখতে চান বরিশাল বুলসের অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস।

সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে নাফীস বলেন, ‘আমরা লিগ পর্ব এবং কোয়ালিফায়িংয়ে ভালো খেলে ফাইনালে এসেছি। সেই খেলাটাই ধরে রাখতে চাই। ফাইনাল ভেবে নয়, আমরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে চাই। তাহলেই আশা করি ভালো কিছু হবে।’

তবে প্রতিপক্ষ হিসেবে কুমিল্লাকে দারুণ সমীহ করছেন এই ব্যাটসম্যান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কুমিল্লা পুরো টুর্নামেন্টজুড়ে ভালো খেলেছে। সুতরাং খুব ভালো প্রতিপক্ষের বিপক্ষেই খেলতে হবে। ওদেরকে আমরা যথেষ্ট সমীহ করছি। কালকের ম্যাচটি দুই দলের জন্যই কঠিন হবে।’

দুই দলের অধিনায়কের তুলনা করতে গিয়ে নাফীস জানান, মাশরাফি রিয়াদ; দু`জনেই ভালো অধিনায়ক। লিগ পর্বে তারা নিজেদের সামর্থ প্রমাণ করেছেন। তবে কালকের (মঙ্গলবারের) ম্যাচ শুধু অধিনায়কদের মধ্যে নয় উল্লেখ করেন তিনি। সবাইকে ভালো জিততে হবে বলে মনে করেন এই বাঁ হাতি।

বরিশালের ছেলে হয়ে বরিশাল দলে খেলাটা তাকে বাড়তি অনুপ্রেরণা দেয় বলেও জানান নাফিস। জানান এখানে তার আবেগও জড়িয়ে আছে। তাই ফাইনালে আরও ভালো খেলার আশাবাদ ব্যক্ত করেন এক সময়ের বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত এই তারকা।

আরটি/আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।