মৌলভীবাজারে বিএনপির মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা


প্রকাশিত: ১২:২৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৫

মৌলভীবাজার পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অলিউর রহমান অলির মনোনয়ন বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। সোমবার দুপুরে তার আইনজীবী আনোয়ার আক্তার চৌধুরী শিউলি বিষয়টি নিশ্চত করেছেন।

এর আগে গত ১১ ডিসেম্বর বিএনপির মেয়র প্রার্থী অলিউর রহমানের আপিল খারিজ করেন জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষ।

মনোনয়নপত্রের সঙ্গে সর্বশেষ আয়কর রির্টানের রশিদের কপি না থাকায় গত ৬ ডিসেম্বর অলিউর রহমানের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং অফিসার। পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন বিএনপি নেতা অলিউর রহমান। শুনানি শেষে কর্তৃপক্ষ আপিল খারিজ করে দেন।

পরে হাইকোর্টে এ বিষয়ে আপিল করেন অলিউর রহমান অলির আইনজীবীরা। দুপুরে তার মনোনয়ন বৈধ বলে রায় দেন হাইকোর্ট।

মৌলভীবাজার পৌরসভায় মেয়র পদে এখন প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট পাঁচজন। অলিউর রহমান অলির প্রধান প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলুর রহমান।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।