প্রথমবার টেলিভিশনে যুদ্ধ শিশু
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘যুদ্ধ শিশু’ গত বছর বাংলাদেশ ও ভারতে মুক্তি পায়। ছবিটি বাংলাদেশসহ ভারতেও দারুণ সমাদৃত হয়।
তবে এবার প্রথমবারের মত টেলিভিশনে এ ছবিটির শুভমুক্তি হতে যাচ্ছে। জানা গেছে, ‘যুদ্ধ শিশু’ ছবিটি আগামীকাল ১৫ ডিসেম্বর দুপুর ১২ টা ৩৫ মিনিটে সিনেমাটি প্রচার হবে আরটিভিতে।
মূলত, ১৯৭১’র মার্চ থেকে যুদ্ধের প্রক্ষাপট নিয়েই ‘যুদ্ধ শিশু’র কাহিনি। ছবির গল্পে দেখা যাবে, বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রাম থেকে বৈরি সময়ে একটি পরিবারের যাত্রা। একজন সাংবাদিকের মুক্তিসেনায় রূপান্তর, তার স্ত্রী’র পরিণতি এবং যুদ্ধ নিয়ে হৃদয়ছোঁয়া মর্মস্পর্শী এক কাহিনি।
ভারতীয় চলচ্চিত্রকার মৃত্যুঞ্জয় দেবব্রত পরিচালিত চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছেন রাইমা সেন। এছাড়া আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, ফারুক শেখ, ভিক্টর ব্যানার্জি, পবন মালহোত্রা প্রমুখ।
এনই/এলএ