নিউজিল্যান্ডের কোচিং প্যানেলে শেন বন্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:১০ পিএম, ১৭ আগস্ট ২০২১

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য নিজেদের কোচিং প্যানেলে নতুন সদস্য নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তিনি আর কেউ নন। দেশটির কিংবদন্তি ফাস্ট বোলার শেন বন্ড।

নিউজিল্যান্ডের এই সাবেক বোলিং কোচ বিশ্বকাপ শুরুর আগেই আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস দলের সঙ্গে থাকবেন আরব আমিরাতে। কিউইদের আশা সেখানকার কন্ডিশন এবং মুম্বাইয়ের খেলোয়াড়দের বিভিন্ন খুঁটিনাটি তথ্য দিয়ে দলকে সাহায্য করতে পারবেন বন্ড।

এ গতিতারকাকে কোচিং প্যানেলে আরও একবার স্বাগতিক জানিয়ে কিউইদের হেড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘শেন বন্ড এর আগেও দলের সঙ্গে ছিল। সে জানে আমরা দল হিসেবে কেমন এবং কী চাই। বিশ্বকাপের ঠিক আগে সে আমিরাতে থাকবে। এটি আমাদের জন্য বাড়তি সুবিধা দেবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি সে আইপিএল থেকে কিছু বাড়তি ট্যাকটিকসের বিষয়ে আমাদের বলতে পারবে। বোলারদের সঙ্গে তার বোঝাপড়াও বেশ ভালো হবে। বিশেষ করে পেসাররা নিজেদের পরিকল্পনা সাজানো ও বাস্তবায়নের ক্ষেত্রে অনেক সাহায্য পাবে।’

চলতি বছরের শুরুর দিকে বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন বন্ড। এরপর থেকে তিনি নিউজিল্যান্ডের পুরুষ ও নারী ক্রিকেট দলের আসন্ন সফরগুলোর জন্য প্রস্তুতিতে সাহায্য করে চলেছেন।

এখন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য গ্যারি স্টিড, শেন জার্গেনসেন ও লুক রঙ্কির সঙ্গে কোচিং প্যানেলে যোগ দেবেন বন্ড।

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।