সাবেক সচিব গিয়াস উদ্দিন আহমেদ মারা গেছেন
সরকারের সাবেক সচিব ও বিটিআরসি’র সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
গতকাল (রোববার) রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
কর্মজীবনে মরহুম গিয়াস উদ্দিন আহমেদ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি সিরাজগঞ্জ ও রংপুরে জেলা প্রশাসক, কিশোরগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক, বাহুবলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কক্সবাজারে এসডিও পদে দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী বেগম চেমন আরা আহমেদ, দুই ছেলে নাঈম উদ্দিন আহমেদ ও ইসতিয়াক উদ্দিন আহমেদ এবং দুই মেয়ে নিগার আহমেদ রুনা ও নাহিদ আহমেদ মুনাকে রেখে যান। তার দুই ছেলে বাংলাদেশ সিভিল সার্ভিস পররাষ্ট্র ক্যাডারের সদস্য।
এসএ/জেডএইচ/এমএস