গোল্ডেন বুট পেলেন রদ্রিগেজ
ব্রাজিল বিশ্বকাপে এবারের আসরের একক ভাবে সর্বোচ্চ গোল করে গোল্ডন বুট জিতে নিলেন কলম্বিয়ান স্ট্রাইকার হামেস রদ্রিগেজ।
মাত্র ৫ ম্যাচ খেলে করেছেন ৬ গোল এবং তার সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ২টি গোল। এর মধ্যে একটি গোল এসেছে পেনাল্টি কিক থেকে।
২২ বছর বয়সী এ কলম্বিয়ান স্ট্রাইকারের শৈল্পিক খেলা এবারের বিশ্বকাপে সবার নজর কেড়েছে। ভাল খেলেই দলকে নিয়ে এসেছেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। ওই ম্যাচে ব্রাজিলের কাছে ২-১তে হেরে বিশ্বকাপ মিশন শেষ করে কলম্বিয়া।
তবে প্রথম বারের মতো কোয়ার্টার ফাইনালে উঠতে পেয়ে দারুন উৎফুল্ল দেখা যায় দলটিকে। আর কলম্বিয়ানরা তাইতো পুরো দলকে বীরের বেশে বরণ করে নিয়েছে। বিশেষ করে দলকে এ পর্যন্ত টেনে নিয়ে আসার নায়ক হামেস রদ্রিগেজকে সবাই মাথায় তুলে উৎসব করেছে।
আর ফাইনালের দিনে উৎসবের মাত্র আরো বাড়িয়ে দিতে ফিফা তাকে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি হিসেবে গোল্ডেন বুট দিয়েছে।