গোল্ডেন বল পেলেন মেসি


প্রকাশিত: ০২:৪০ এএম, ১৪ জুলাই ২০১৪

ব্রাজিল বিশ্বকাপে এবারের পুরো টর্নামেন্টে ভাল খেলে দলকে ফাইনালে নিয়ে ছিলেন মেসি। দলের হয়ে করেছেন ৪টি গোল। আর স্বীকৃতি হিসেবে গোল্ডন বল তার হাতে তুলে দিয়েছে ফিফা।

বিশ্বকাপের এ আসরে সাত ম্যাচ খেলে লিওনেল মেসি করেছেন ৪ গোল। আর নিজে করিয়েছেন একটি গোল।

গ্রুপ পর্বের তিন ম্যাচসহ বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও সেরা খেলোয়াড় হন মেসি। দলকে ফাইনালে তুলে আনতে চার গোল করেন টানা চারবারের ফিফা বর্ষসেরা এই তারকা। সঙ্গে একটি গোলে সহায়তাও করেন।

ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর এই প্রতিযোগিতার সেরা খেলোয়াড় তিনি কিন্তু পুরস্কারটি নেয়ার সময় মেসির চোখে মুখে ছিল হতাশা। তিনি আগেই বলেছিলেন, গোল্ডেন বল বা বুট নয়, চান বিশ্বকাপ শিরোপা।  

সেমিফাইনালের পর ১০ জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করে ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ। আর রোববার ফাইনালের পর সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ১৯৮২ সাল থেকে সেরা খেলোয়াড়ের পুরস্কার দেয়া শুরু করে ফিফা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।