সিমন্সের ব্যাটে এগোচ্ছে রংপুর


প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৫

লেন্ডল সিমন্সের দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছে রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এক প্রান্তে সাবলীল ব্যাট করে দলকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছেন এই ক্যারিবিয়ান। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন  থিসারা পেরেরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ ওভার ৪ বলে ৩ উইকেটে ১১৪ রান সংগ্রহ করেছে রংপুর। সিমন্স ৬৩ ব্যাট করছেন।

এর আগে রংপুর রাইডার্সকে দারুণ সূচনা এনে দিয়েছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান রাসেল আল মামুন এবং লেন্ডল সিমন্স।  তবে প্রসন্নর বলে ফ্লাইট মিস করে পরিষ্কার বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান রাসেল। আউট হবার আগে ২৩ বল মোকাবেলা করে ১টি চার এবং ১টি ছক্কায় ২০ রান করেন এই বাংলাদেশি তরুণ।

বরিশাল বুলস :
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), শাহরিয়ার নাফিস, রনি তালুকদার, সাব্বির রহমান, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম, মেহেদী মারুফ, রায়াদ এমরিট, মোহাম্মদ সামি, সেকুগে প্রসন্ন ও কেভিন কুপার।

রংপুর রাইডার্স :
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, সাকলাইন সজীব, রাসেল আল মামুন, আবু জায়েদ রাহি, থিসারা পেরেরা, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি ও মোহাম্মদ নবী।

আরটি/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।