সাংবাদিক ফারুকের মৃত্যুতে ডিআরইউ’র তিন দিনের কর্মসূচি


প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৩ ডিসেম্বর ২০১৫

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আবদুল্লাহ আল ফারুকের মৃত্যুতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে  ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

রোববার বিকেলে ডিআরইউ প্রাঙ্গণে আবদুল্লাহ আল ফারুকের জানাজা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সভাপতি জামাল উদ্দিন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাহেদ চৌধুরী ও বর্তমান সভাপতি জামাল উদ্দিন। জানাজায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জলিল ভূঁইয়াসহ সাংবাদিকরা অংশ নেন। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীসহ বিভিন্ন রাজনৈতিক নেতারাও এসময় উপস্থিত ছিলেন।

জানানা শেষে ঘাতক ট্রাকচালকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন সাংবাদিকরা।

ডিআরইউ সভাপতি জামাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এবং জড়িত ট্রাকচালকের শাস্তির দাবিতে সোমবার বিক্ষোভ এবং মঙ্গলবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এনএম/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।