জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা


প্রকাশিত: ০৭:১৭ এএম, ১৫ নভেম্বর ২০১৪

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২১ ও ২৩ নভেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দিবা-রাত্রির দুটি ওয়ানডে ম্যাচ।

দলে সুযোগ পাওয়া জুবায়ের হোসেন লিখন টেস্টে এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন। এর ধারাবাহিকতায় ওয়ানডে দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন এই বোলার।

জিম্বাবুয়ের সিরিজের বাকি ৩টি ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৬, ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর। উল্লেখ্য, জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ এগিয়ে থেকে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

২ ম্যাচের বাংলাদেশ ওয়ানডে দল : মাশরাফি মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান(সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, আরাফাত সানী ও জুবায়ের হোসেন লিখন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।