ক্রসফায়ার দিয়ে পার পাবেন না : হান্নান শাহ


প্রকাশিত: ০৮:০৫ এএম, ১৩ ডিসেম্বর ২০১৫

সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জে. (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, গুম খুন ক্রসফায়ার দিয়ে পার পাবেন না। বিচার একদিন এ দেশের মাটিতে হবেই।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘মহান বিজয় দিবস, বহুদলীয় গণতন্ত্র ও বর্তমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সরকারকে উদ্দেশ্য করে হান্নান শাহ বলেন, যে সরকার তার নাগরিকদের বিনা বিচারে গুম, খুন ও ক্রসফায়ার করছে, সময় আসবে তাদের বিচার একদিন বাংলার মাটিতে হবেই। তখন র্যাব, পুলিশের কাঁলাচানকে ধরা হবে না, ধরা হবে হুকুমদাতাদেরকেই।

চক্রান্ত ছাড়া আওয়ামী লীগ চলতে পারে না উল্লেখ করে বাংলাদেশের স্বার্থ বিদেশিদের কাছে বিলিয়ে দেয়াই তাদের (আওয়ামী লীগ) কাজ বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

তিনি আরো বলেন, বাংলাদেশে যত সন্ত্রাসী কাজ হচ্ছে সবই সরকার দলীয় লোকজনই করছে। সন্ত্রাসীরা সবাই আওয়ামী লীগের লোক।

সুরঞ্জিত সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, তিনি (সুরঞ্জিত) নাকি বলেছেন, পৌর নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের যাত্রা ফিরে আসবে। এই যাত্রা কোন ধরনের? গ্রাম বাংলায়ও তো অনেক ধরনের যাত্রা হয়ে থাকে।

একই আলোচনা সভায় বর্তমান নির্বাচন কমিশনকে অথর্ব অখ্যায়িত করে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এরা (নির্বাচন কমিশন) অথর্ব, এদের কাছে সুষ্ঠু নির্বাচন আশা করা যায়।

পৌর নির্বাচনে যদি জনগণের ভোট পুলিশ ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট লোক দেয় তাহলে অতীতের নিকৃষ্টতম নির্বাচনের চেয়ে এটা হবে আরো নিকৃষ্টতম হবে।

আয়োজক সংগঠনের সভাপতি মো. হানিফ বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আব্দুস সালাম আজাদ, ব্যারিস্টার এন. সরোয়ার হোসেন প্রমুখ।

এমএম/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।