পদকে ঠাসা দিনে অলিম্পিকে দেখবেন যেসব খেলা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৮ এএম, ০৭ আগস্ট ২০২১

দেখতে দেখতে সমাপনীর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে টোকিও অলিম্পিক। রোববার পর্দা নামবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। তার আগে আজ (শনিবার) গেমসের জন্য পদকে ঠাসা এক দিন। যেদিন হয়তো বারবার রদবদল ঘটবে পদক তালিকায়।

এখনও পর্যন্ত সর্বোচ্চ ৩৭টি স্বর্ণপদক জিতেছে গত তিন অলিম্পিকের সেরা দেশ চীন। তাদের কাছাকাছি থাকা যুক্তরাষ্ট্রের অর্জন ৩১টি সেরার পদক। চমক জাগিয়ে শুরু করা স্বাগতিক জাপানের ঝুলিতে জমা পড়েছে ২৪টি স্বর্ণ।

আজ গেমসের ১৫তম দিনে ১৯টি ইভেন্টে ৩৪টি স্বর্ণের জন্য লড়বেন অলিম্পিকের ক্রীড়াবিদরা। এদিন রয়েছে ফুটবলের ফাইনাল ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল ৫.৩০ মিনিটে ফুটবলের স্বর্ণ ধরে রাখার মিশনে স্পেনের মুখোমুখি হবে ব্রাজিল।

একনজরে দেখে নেয়া যাক অলিম্পিকের আজকের সূচি

আর্টিস্টিক সুইমিং
দলীয় ফ্রি রুটিন - বিকেল ৪.৩০ মিনিট

অ্যাথলেটিকস
নারীদের ম্যারাথন - ভোর ৩.০০টা
নারীদের হাই জাম্প - বিকেল ৪.৩৫ মিনিট
নারীদের ১০০০০ মিটার - বিকেল ৪.৪৫ মিনিট
পুরুষদের জ্যাভলিন থ্রো - বিকেল ৫.০০টা
পুরুষদের ১৫০০ মিটার - বিকেল ৫.৪০ মিনিট
নারীদের ৪*৪০০ মিটার রিলে - সন্ধ্যা ৬.৩০ মিনিট
পুরুষদের ৪*৪০০ মিটার রিলে - সন্ধ্যা ৬.৫০ মিনিট

বেসবল
ফাইনাল - বিকেল ৪.০০টা

বাস্কেটবল
পুরুষদের ফাইনাল - সকাল ৮.৩০ মিনিট

বিচ ভলিবল
পুরুষদের ফাইনাল - সকাল ৮.৩০ মিনিট

বক্সিং
পুরুষদের ৪৮-৫২ কেজি ফাইনাল - বেলা ১১.০০টা
নারীদের ৪৮-৫১ কেজি ফাইনাল - বেলা ১১.১৫ মিনিট
পুরুষদের ৬৯-৭৫ কেজি ফাইনাল - বেলা ১১.৪৫ মিনিট
নারীদের ৬৪-৬৯ কেজি ফাইনাল - বেলা ১২.১৫ মিনিট

ক্যানোয় স্প্রিন্ট
নারীদের দ্বৈত ৫০০ মিটার - সকাল ৮.৩৭ মিনিট
পুরুষদের একক ১০০০ মিটার - সকাল ৮.৫৩ মিনিট
নারীদের কায়াক ৫০০ মিটার - সকাল ৯.১৯ মিনিট
পুরুষদের কায়াক ৫০০ মিটার - সকাল ৯.৩৭ মিনিট

সাইক্লিং
পুরুষদের ম্যাডিসন ফাইনাল - দুপুর ১.৫৫ মিনিট

ডাইভিং
পুরুষদের ১০ মিটার প্ল্যাটফর্ম - বেলা ১২.০০টা

ইকুয়েস্ত্রিয়ান
জাম্পিং দলীয় ফাইনাল - বিকেল ৪.০০টা

ফুটবল
পুরুষদের ফাইনাল - বিকেল ৫.৩০ মিনিট

গলফ
নারীদের একক স্ট্রোক - সকাল ১০.১৫ মিনিট

হ্যান্ডবল
পুরুষদের ফাইনাল - সন্ধ্যা ৬.০০টা

কারাতে
নারীদের কুমি +৬১ কেজি - বিকেল ৪.৫৫ মিনিট
পুরুষদের কুমি +৭৫ কেজি - বিকেল ৫.০৫ মিনিট

মডার্ন পেন্থালন
পুরুষদের একক লেজার রান - বিকেল ৪.৩০ মিনিট

রিদমিক জিমন্যাস্টিক
একক অল এরাউন্ড ফাইনাল - বেলা ১২.২০ মিনিট

ভলিবল
পুরুষদের ফাইনাল - সন্ধ্যা ৬.১৫ মিনিট

ওয়াটার পোলো
নারীদের ফাইনাল - দুপুর ১.৩০ মিনিট

রেসলিং
পুরুষদের ৬৫ কেজি ফ্রি স্টাইল - বিকেল ৪.৩০ মিনিট
পুরুষদের ৯৭ কেজি ফ্রি স্টাইল - বিকেল ৪.৩০ মিনিট
নারীদের ৫০ কেজি ফ্রি স্টাইল - বিকেল ৫.৫৫ মিনিট

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।