নওগাঁয় শিক্ষার্থীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


প্রকাশিত: ০৬:৪৭ এএম, ১৩ ডিসেম্বর ২০১৫

`আমরা তরুণ-আমরা নবীন, আমরাই আগামীর সূর্য সেনা` এ স্লােগান নিয়ে নওগাঁয় শিশু, অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন কয়েকজন শিক্ষার্থী। রোববার সকাল ১১টায় নওগাঁ নওজোয়ান মাঠে গ্যাং অফ ওয়্যার নামে স্থানীয় সংগঠনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সহযোগিতায় ছিলেন, নওগাঁ সেন্ট্রাল গার্লস অ্যান্ড স্কুল, বিয়াম স্কুল, ওয়েমার্ক কোচিং সেন্টার, স্কলারশিফ কোচিং হোম অ্যান্ড ল্যাবরেটরি সায়েন্স, সেলফ ডিসকভারি, আড্ডায় কফি, বয়জোন, নওগাঁ মাল্টিপারপাস এবং আদিব স্টেশনারি।

সংগঠনের আহ্বায়ক এহসান আহমেদ চৌধুরী সৌরভ সভাপতিত্ব করেন। শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সমাজ সেবক সিমা চৌধুরী, রুহুল আমিন মুক্তার, শামীনুর রহমান শামীম, ফেরদৌস, শিক্ষার্থী জান্নাত জেবা, ফাতেমাতুজ জোহরা, আব্দুল আওয়াল, জুন্নুন হাসান, আরহামুল ইসলাম, আসিক ইকবাল প্রান্ত, সূচনা, ফুয়াদ হাসান, সাদমান সাকিব উৎস, শাহীনসহ প্রমূখ উপস্থিত ছিলেন। শিশু, অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে প্রায় ৬শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।

আব্বাস আলী/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।