ফুটবলের ফাইনালসহ অলিম্পিকে দেখবেন যেসব খেলা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৮ এএম, ০৬ আগস্ট ২০২১

দেখতে দেখতে প্রায় শেষ দিকে পৌঁছে গেছে টোকিও অলিম্পিক। এরই মধ্যে শেষ হয়ে গেছে ১৩ দিনের খেলা। যেখানে স্বর্ণপদকের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে।

দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিল চীন। কিন্তু সেই ব্যবধান কমিয়ে আনছে যুক্তরাষ্ট্র। এখনও পর্যন্ত সর্বোচ্চ ৩৪টি স্বর্ণ জিতেছে চীন। যুক্তরাষ্ট্র পেয়েছে ৩০টি সেরার পদক। তিন নম্বরে স্বাগতিক জাপান, তারা জিতেছে ২২টি স্বর্ণ।

আজ (শুক্রবার) গেমসের ১৪তম দিনে ১১টি ইভেন্টে রয়েছে পদকের লড়াই। এছাড়া সবমিলিয়ে অন্তত ২১টি ইভেন্টে খেলতে নামবেন ক্রীড়াবিদরা।

একনজরে দেখে নেয়া যাক আজকের অলিম্পিক গেমসের সূচি

অ্যাথলেটিকস
পুরুষদের ৫০ কিমি. হাঁটা - রাত ২.৩০ মিনিট
নারীদের ২০ কিমি. হাঁটা - দুপুর ১.৩০ মিনিট
নারীদের জ্যাভলিন থ্রো - বিকেল ৫.৫০ মিনিট
পুরুষদের ৫০০০ মিটার - সন্ধ্যা ৬.০০টা
নারীদের ৪০০ মিটার - সন্ধ্যা ৬.৩৫ মিনিট
নারীদের ১৫০০ মিটার - সন্ধ্যা ৬.৫০ মিনিট
নারীদের ৪*১০০ মিটার রিলে - সন্ধ্যা ৭.৩০ মিনিট
পুরুষদের ৪*১০০ মিটার রিলে - সন্ধ্যা ৭.৫০ মিনিট

বিচ ভলিবল
নারীদের ফাইনাল - সকাল ৮.৩০ মিনিট

বক্সিং
পুরুষদের ৮১-৯১ কেজি ফাইনাল - বেলা ১২.০৫ মিনিট

সাইক্লিং ট্র্যাক
নারীদের ম্যাডিসন ফাইনাল - দুপুর ২.১৫ মিনিট
পুরুষদের স্প্রিন্ট ফাইনাল রেস - দুপুর ৩.৩৫ মিনিট
পুরুষদের স্প্রিন্ট ফাইনাল ডিসাইডার - দুপুর ৩.৫০ মিনিট

ফুটবল
নারীদের ফাইনাল - সন্ধ্যা ৬.০০টা

হকি
নারীদের ফাইনাল - বিকেল ৪.০০টা

কারাতে
পুরুষদের কাতা ফাইনাল - বিকেল ৪.৫০ মিনিট
নারীদের কুমি ফাইনাল - বিকেল ৫.৪০ মিনিট
পুরুষদের কুমি ফাইনাল - বিকেল ৫.৫০ মিনিট

মডার্ন পেন্থালন
নারীদের একক লেজার রান - বিকেল ৪.৩০ মিনিট

স্পোর্ট ক্লাইম্বিং
নারীদের কম্বাইনড লিড ফাইনাল - সন্ধ্যা ৬.১০ মিনিট

টেবিল টেনিস
পুরুষদের দলগত ফাইনাল - বিকেল ৪.৩০ মিনিট

রেসলিং
পুরুষদের ফ্রি স্টাইল ৭৪ কেজি - বিকেল ৪.৩০ মিনিট
পুরুষদের ফ্রি স্টাইল ১২৫ কেজি - বিকেল ৪.৩০ মিনিট
নারীদের ফ্রি স্টাইল ৫৩ কেজি - বিকেল ৫.৫৫ মিনিট

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।