আজকের জোকস : ১৩ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ০৪:০৪ এএম, ১৩ ডিসেম্বর ২০১৫

প্রতিবেশীর কুকুরটার চিৎকারে বিরক্ত এক দম্পতি। এক মাঝরাতে বিছানা থেকে উঠেই গেলেন বাড়ির কর্তা। বললেন, অনেক হয়েছে। আজ এর একটা বিহিত করতে হবে। বলেই হনহন করে বেরিয়ে গেলেন তিনি।

কিছুক্ষণ পর ফিরলেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, কি হেনস্তা করে এলে, শুনি?
কর্তা : কুকুরটাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। এবার বুঝুক, প্রতিবেশীর কুকুরের চিৎকার কেমন লাগে!

****

ছোট্ট আরিয়ান গেছে বন্ধু সোহানের বাড়ি।
সোহানের মা : কী চাই?
আরিয়ান : আন্টি, সোহান কি বাইরে এসে আমাদের সঙ্গে ফুটবল খেলতে পারে?
সোহানের মা : না! বাইরে ভীষণ গরম!
আরিয়ান : ঠিক আছে, আন্টি। সোহান না-হয় না-ই এল। সোহানের ফুটবলটা কি বাইরে এসে আমাদের সঙ্গে খেলতে পারে?

****

বন্ধুর নতুন বাড়ি ঘুরে ঘুরে দেখছিল রক্তিম। দেয়ালে একটা পিতলের থালা আর একটা হাতুড়ি ঝোলানো দেখে-
রক্তিম : এটা কী?
বন্ধু : এটা একটা ‘কথা বলা ঘড়ি’।
রক্তিম : তাই নাকি? দেখি তো কেমন কথা বলে?

বন্ধু হাতুড়ি দিয়ে থালায় আঘাত করল, প্রচণ্ড শব্দ হলো। সঙ্গে সঙ্গে দেয়ালের ওপাশ থেকে প্রতিবেশী চিৎকার করে বললেন, ‘নালায়েক! রাত ১০টার সময় কেউ এত জোরে শব্দ করে?’

****

থানায় ঢুকেই ভদ্রমহিলা রাগে ফেটে পড়লেন-
ভদ্রমহিলা : ইন্সপেক্টর সাহেব, আমি আমার প্রতিবেশীর বিচার চাই। লোকটা একটা আস্ত বেয়াদব এবং ছোটলোক।
ইন্সপেক্টর : কেন? কী করেছে সে?
ভদ্রমহিলা : আমি যখনই তার বাড়িতে উঁকি দিই, দেখি সে-ও উঁকি দিয়ে আছে!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।