আধ ঘণ্টার মধ্যে দুই সোনা জিতে ইতিহাসের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০৫ আগস্ট ২০২১

অলিম্পিক ইতিহাসে অস্ট্রেলিয়া তাদের সেরা সাফল্য পাওয়ার দ্বারপ্রান্তে। আজ (বৃহস্পতিবার) ৩০ মিনিটের মধ্যে দুই সোনার পদক জিতে চমকে দিয়েছে তারা।

এখন অস্ট্রেলিয়ার সোনার পদক ১৭টি। যা কিনা অলিম্পিকে তাদের যৌথ সর্বোচ্চ। ২০০৪ সালে এথেন্সে ১৭টি সোনা জিতেছিল অস্ট্রেলিয়া।

আজ বিকেল চারটায় বেলজিয়ামের বিপক্ষে ছেলেদের হকির ফাইনালে নামবে তারা, যেখানে রয়েছে আরেকটি সোনা জয়ের সম্ভাবনা। সেটা হলেই নতুন ইতিহাস হয়ে যাবে।

আজ ছেলেদের স্কেটবোর্ডে দুটি সর্বোচ্চ স্কোর গড়ে সহজেই সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার কেগান পালমার। এর আধা ঘণ্টারও কম সময় আগে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ছেলেদের কে২ এক হাজার মিটার ক্যানো স্প্রিন্টে হারিয়ে সোনা জেতেন জ্যান ভ্যান ডার ওয়েসথুজেন এবং টম গ্রিন।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।