‘প্রথম পুরস্কার পাওয়ার আনন্দই আলাদা’
শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রথমবার যারা পাচ্ছেন বুধবার তাদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
ক্রীড়াবিদ ক্যাটাগরিতে যে তিনজন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন পরপর দুই এসএ গেমসে স্বর্ণজয়ী ভালোত্তলক মাবিয়া আক্তার সীমান্ত।
জাগো নিউজ : শেখ কামালের নামে পুরস্কারের প্রথমবারই আপনি মনোনীত হয়েছেন। কেমন লাগছে?
মাবিয়া আক্তার : অবশ্যই ভালো লাগছে। যখন দেখলাম অনেক গুনীজনের সঙ্গে তালিকায় আমার নামও আছে তখন নিজেকে সৌভাগ্যবানই মনে করছি।
জাগো নিউজ : পুরস্কারের জন্য আবেদনের পর কি আত্মবিশ্বাসী ছিলেন যে পাবেন?
মাবিয়া আক্তার : আসলে ভারোত্তলন থেকে আমার চেয়ে সিনিয়ররাও আবেদন করেছিলেন। আমি আবেদন করেছিলাম যদি পাই পাবো, না পাই- না পাবো- এমন ভেবে। কারণ, সবাই তো আর পাবেন না। জাতীয় ক্রীড়া পরিষদ আমাকে যোগ্য মনে করেছে বলে তাদের কাছে কৃতজ্ঞ।
জাগো নিউজ : কখন জেনেছেন যে আপনি মনোনীত হয়েছেন?
মাবিয়া আক্তার : সকালে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মহোদয় আমাকে ফোন করে বলেছেন। বৃহস্পতিবার সকালে পুরস্কার গ্রহণের জন্য উপস্থিত থাকতে বলেছেন।
জাগো নিউজ : পুরস্কারের জন্য মনোনীত হয়ে কোন জিনিসটি বেশি ভালো লাগছে?
মাবিয়া আক্তার : জাতীয় ক্রীড়া পরিষদ এই পুরস্কার নিয়মিত দেবে। প্রতি বছরই অনেকে পাবেন। আমি এবার না পেলে হয়তো আগামীতেও পেতে পারতাম। তবে প্রথম আসরে পেয়েছি সেটাই বেশি ভালো লাগছে। কারণ, প্রথমবার পুরস্কার পাওয়ার আন্দই আলাদা। আজীবন বলতে পারবো- প্রথমবার আমি পেয়েছিলাম।
আরআই/আইএইচএস/