বিশ্বরেকর্ড গড়ে ৬১ বছর পর সোনা জিতল ইতালি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ০৪ আগস্ট ২০২১

টোকিও অলিম্পিকে ছেলেদের সাইক্লিংয়ের টিম পারস্যুটে নিজেদেরই বিশ্বরেকর্ড ভেঙে সোনা জিতল ইতালি। ইজু ভেলোদ্রমের সাইক্লিং ট্র্যাকে নতুন বিশ্বরেকর্ডের মালিক হয়েছে দেশটি।

এর আগে হিটেই বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছিল ইতালি। এবার সোনার লড়াই জেতার পথে দলটির সিমোনে কনসোন্নি, ফিলিপ্পো গানা, ফ্রান্সেসকো লামোন, জোনাথন মিলান সময় নিয়েছেন ৩ মিনিট ৪২.০৩২ সেকেন্ড।

এই ইভেন্টে ৬১ বছরের মধ্যে প্রথমবারের মতো সোনা জিতল ইতালি। সর্বশেষ তারা অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৬০ সালে রোমে।

ইতালির কাছে হেরে রূপা জিতেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ডেনমার্ক। নিউজিল্যান্ডের একজন রাইডার পড়ে যাওয়ায় রেসে নাটকীয়ভাবে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছে অস্ট্রেলিয়া।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।