ছুটছেই রনির ‘স্বপ্নঘোড়া’


প্রকাশিত: ১২:২০ পিএম, ১২ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম আবু হায়দার রনি। অথচ বিপিএল শুরুর আগেও তাকে কেউ চিনতো না। বিপিএলে যার দল পাওয়াই ছিল দুষ্কর, সেই রনিই কি না একের পর এক বাঘা বাঘা ব্যাটসম্যানদের পাঠাচ্ছেন সাজঘরে। পরাস্ত করছেন দুর্দান্ত সব ডেলিভারিতে। রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে এসে দেখালেন নিজের ঝলক।

রংপুর রাইডার্সকে ১৬৩ রানের বড় টার্গেটই দিয়েছিল রনির দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু রংপুরের দুই ওপেনার মিলে শুরুতে যেভাবে ঝড় তুলেছিলেন, তাতে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়েছিল ভিক্টোরিয়ান্স শিবিরে।

কিন্তু ইনিংসের পঞ্চম ওভারে বল করতে এসেই বাজিমাত করণে রনি। তার প্রথম বল থেকে ১ রান নিয়েছিলেন লেন্ডল সিমন্স। পরের বলেই ক্যাচ তুলে দিয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু লংঅফে কঠিন ক্যাচটি তালুবন্দী করতে পারলেন না ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল। রনির ক্ষুদা যেন উসকে দিলো এই ক্যাচ মিস। পরের বলেই সৌম্যকে ফেরালেন তিনি। আন্দ্রে রাসেল যে ক্যাচটা মিস করেছেন, তার চেয়েও কঠিন ক্যাচ তালুবন্দী করলেন শুভাগত হোম।

সৌম্যকে আউট করার পরের বলে যেভাবে সিমন্সকে আউট করলেন তা ছিল বিস্ময়কর। দারুণ এক ইয়র্কারে বোল্ড করেন এই ক্যারিবিয়ানকে। এরপর নিলেন আরও দুটি উইকেট। থিসারা পেরেরা এবং আরাফাত সানিকে করলেন বোল্ড। শেষ পর্যন্ত রনির ঝুলিতে উঠলো ১৯ রানের বিনিময়ে ৪ উইকেট। এর মধ্যে তিনজনকেই বোল্ড সাজঘরের পথ দেখান আবু হায়দার রনি।

বিপিএলে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে এককভাবে সর্বাধিক ২১ উইকেট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠে গেছেন রনি। এই ম্যাচের আগে ১৭ উইকেট নিয়ে যৌথভাবে সাকিবের সঙ্গে শীর্ষে ছিলেন তিনি। দারুণ আগ্রাসী মনোভাব দেখানো এখন পর্যন্ত অনন্য এই পেসারকে খুব শীঘ্রই হয়তো দেখা যাবে জাতীয় দলে।

বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফিও জানিয়েছেন তেমনটা। রনি প্রসঙ্গে বাংলাদেশ দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘রনি খুবই ইমপ্রেসিভ। অনেক ভালো কিছু রয়েছে ওর মাঝে। প্রথম থেকেই ইয়র্কার করতে চায়। মানে সে আত্মবিশ্বাস ওর মধ্যে আছে। স্লোয়ারটাও খারাপ না। জায়গায় বল করতে পারে, পেসও চমৎকার। এই বয়সে এতোগুলো দক্ষতা থাকা মানে, কাজ করলে ২-১ বছর পরে আরও ভালো বোলিং করতে পারবে সে। এভাবে খেললে এখনই হয়তো জাতীয় দলে আসতে পারবে না, তবে নিজেকে নিয়ন্ত্রণ রেখে ঠিকভাবে কাজ করতে পারলে ঠিকই চলে আসবে।’

এবারের বিপিএলে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারও রনি। অনেকেই তার মাঝে আগামী দিনের মুস্তাফিজকে দেখতে পাচ্ছেন। শুধু বিপিএল নয়, ঘরোয়া লিগেও সফল এই নবীন তারকা। ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিয়েছেন ১৪ উইকেট। এছাড়া ১১টি লিস্ট এ ম্যাচ খেলে নিয়েছেন ১৭ উইকেট।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।