জৈন্তাপুরে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ


প্রকাশিত: ১২:১৩ পিএম, ১২ ডিসেম্বর ২০১৫

সিলেটের জৈন্তাপুরে তিনদিন ধরে পলক কুমার রাউৎ (১৪) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার বাবা পান্না লাল রাউৎ জৈন্তাপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল ৪টায় চারিকাটা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মোবাইল ফোনে অসুস্থতার কথা বলে ওষুধ ক্রয়ের জন্য জৈন্তাপুর উপজেলার সারীঘাট বাজারে যায়। সারীঘাট থেকে মোবাইল ফোনে টমটমযোগে বাড়ি ফেরার কথা মাকে জানায় রাউৎ। এরপর আর সে বাড়ি ফেরেনি।

সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও (০১৮৬২৯৭৫০৫৩) বন্ধ পাওয়া যায়।

জিডিতে বলা হয়েছে, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় পলকের পরনে বেগুনি রঙের ট্রাউজার, নীল রঙের গেঞ্জি ছিল। তার গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা, উচ্চতা পাঁচ ফুট ৫ ইঞ্চি। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।

তার সন্ধান পেলে পান্না লাল রাউৎ, গ্রাম-বাউরভাগ দক্ষিণ, ৩নং চারিকাটা ইউনিয়ন, ডাক ও উপজেলা-জৈন্তাপুর, জেলা-সিলেট, মোবাইল ০১৭০৯৪৫৩৩০৩-এ যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন নিখোঁজ রাউৎয়ের বাবা।

ছামির মাহমুদ/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।