কুড়িগ্রামে জমি সংক্রান্ত সংঘর্ষে নিহত ১
কুড়িগ্রাম সদর উপজেলায় জমি-জমা সংক্রান্ত ঘটনায় সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, মোগলবাসা ইউনিয়নের মালভাঙ্গা গ্রামের একই পরিবারের বাসিন্দা আলহাজ্ব আহম্মদ হোসেন (৮৫) গং এবং তারই সৎ ভাই আব্দুল সোবহান (৮০) গং এরমধ্যে ৩২শতক আবাদি জমির দিক দখল নিয়ে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগে থাকতো। শনিবার সকাল থেকে কথা কাটাকাটির এক পর্যায়ে কুড়াল, দা, ছুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় প্রায় দশজনের মতো আহত হন। আহতদের মধ্যে আলহাজ্ব আহম্মদ হোসেনের ছেলে আকতার হোসেন (৪০) হাসপাতালে মারা যান।
আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতরা হলেন, আলহাজ্ব আহম্মদ হোসেনের ছেলে আ. বাতেন (৬৫), সামছুল হক (৫৫), ইব্রাহিম আলী (৫০), নাতি রুহুল আমিন (২৫), নাতি উল্লা মিয়া (২০) এবং আব্দুল সোবহানসহ তার ছেলে তাজুল ইসলাম (৪০), রাজু মিয়া (২২)।
আহতদের মধ্যে আ. বাতেন, সামছুল হক, ইব্রাহিম আলী, উল্লা মিয়ার অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নজরুল ইসলাম জাগো নিউজকে জানান, দুপুরে হাসপাতালের বেশ কয়েকজন আহত রোগী আসেন। তাদের মধ্যে একজন হাসপাতাল আনার পূর্বেই মারা গেছেন। বাকিদের ভর্তি করা হয়েছে। এছাড়া কিছু রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।
কুড়িগ্রাম সার্কেল এএসপি মাসুদ আলম জাগো নিউজকে সংঘর্ষের ঘটনা স্বীকার করে জানান, এই ঘটনায় দুজনকে আমরা আটক করেছি। বাকিদের আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
নাজমুল হোসেন/এমজেড/আরআইপি