তিন দিনেই জয় পেলো অস্ট্রেলিয়া


প্রকাশিত: ০৫:৫৯ এএম, ১২ ডিসেম্বর ২০১৫

হোবার্ট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ভঙ্গুর চেহেরা দেখলও ক্রিকেট বিশ্ব। সফরকারীদের বিপক্ষে মাত্র তিন দিনেই জয় তুলে নিলো স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ফলোঅনে পড়ার পর দ্বিতীয় ইনিংসে ১৪৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ইনিংস ও ২১২ রানে জয় পায় অজিরা। ‍আর এ জয়ের পর তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল দলটি।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৫৮৩ রানের জবাব দিতে নেমে অসি বোলার জস হ্যাজলউড আর নাথান লায়নের হাতে দিশেহারা হয়ে পড়েছে ক্যারিবীয় ব্যাটিং। শুধুমাত্র ড্যারেন ব্রাভোছাড়া আর কোন ব্যাটসম্যানই অসি বোরারদের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারেননি। ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিতে ১০৮ রান করে ব্রাভো আউট হলে ২২৩ রানে শেষ ক্যারিবীয়দের প্রথম ইনিংস। অজিদের গড়া বিশাল সংগ্রহের বিপরীতে ৩৬০ রানে পিছিয়ে পড়ে ক্যারিবীয়রা। যার কারণে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে জেসন হোল্ডার বাহিনী।

australia
 
ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে ক্রেইগ ব্রাথওয়েট ছাড়া অন্য কোন ব্যাটসম্যান প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ব্রাথওয়েটে ১২২ বলে ১৩ চার ও এক ছয়ে ৯৪ রান করেন। তবে অন্য কোন ব্যাটসম্যান ২০ রানের ঘরে যেতে পারেননি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে পাঁচ উইকেট নেন জেমস প্যাটিনসন। এটি তার ক্যারিয়ারের চতুর্থ পঞ্চম উইকেট শিকার। এছাড়া তিনটি উইকেট পান জস হ্যাজেলউড। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ভোজেস। আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে দু’দলের মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরু হবে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।