পদ্মা সেতুর নদীশাসন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৩ এএম, ১২ ডিসেম্বর ২০১৫

পদ্মা সেতু প্রকল্পের নদীশাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল সোয়া ১১টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবা পয়েন্টে এই কাজের উদ্বোধন করেন তিনি।

এর আগে সকাল ১১টায় হেলিকপ্টারযোগে জাজিরায় পৌঁছান প্রধানমন্ত্রী।  জানা গেছে, এখন পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি হয়েছে ২৭ ভাগ। এভাবে চললে এবং কাজের গতি ধরে রাখতে পারলে ২০১৮ সালের ডিসেম্বরেই এই সেতুতে চলবে যানবাহন ও ট্রেন।

উল্লেখ্য, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প এ পর্যন্ত দেশের সবচেয়ে বড় প্রকল্প। এ প্রকল্পে খরচ হবে প্রায় ২৮ হাজার কোটি টাকা। এই সেতু হলে ঢাকার সঙ্গে সরাসরি সড়কপথে যুক্ত হবে দক্ষিণাঞ্চল।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।