বিমান হামলায় আইএসের অর্থপ্রধান নিহত


প্রকাশিত: ০২:৪১ এএম, ১২ ডিসেম্বর ২০১৫

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ‘অর্থপ্রধান’ মুওয়াফফাক মুস্তাফা মোহাম্মেদ আল-কার্মুশ ওরফে আবু সালাহ নিহত হয়েছেন।

মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বাগদাদ থেকে এক ভিডিও কলে আবু সালাহ’র নিহত হওয়ার খবর নিশ্চিত করেন।

শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি ওই বিমান হামলা হয়। এতে আবু সালাহ ছাড়াও সংগঠনটির আরও দুই জ্যেষ্ঠ নেতা বিমান হামলায় নিহত হয়েছেন। তারা হলেন- আবু মারিয়াম ও আবু ওয়াকম্যান আল তিউনিস।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সন্ত্রাসবিরোধী কালো তালিকায় আবু সালাহ’র নাম ছিল। সেখানে তাকে একজন ইরাকি নাগরিক হিসেবে নথিভুক্ত করা হয়েছে, যার জন্ম ১৯৭৩ সালে।

মার্কিন নেতৃত্বাধীন এই জোট গত এক বছরের বেশি সময় ধরে ইরাক ও সিরিয়ায় আইএস এর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে। সম্প্রতি লিবিয়াতেও তাদের বিমান হামলায় এক আইএস নেতা নিহত হয়েছেন।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।