রোনালদোর বার্সায় যাওয়ার জ্বল্পনা, এবং...


প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১১ ডিসেম্বর ২০১৫

সত্যি সত্যিই বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা জেগেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর! এমনই তো খবর বেরিয়েছে। সূর্য পশ্চিমে ওঠার মত অবিশ্বাস্য খবর অবশ্য ফুটবলে এর চেয়ে আর হতে পারে না। রিয়াল মাদ্রিদ থেকে চির প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনায় সিআর সেভেনের যাওয়ার গুঞ্জনটা বেশ হইচই’ই ফেলে দিয়েছে ফুটবল দুনিয়ায়।

কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেই জানিয়েছেন ক্যাম্প ন্যু কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানইউ ছাড়া অন্য কোন ক্লাবে যাওয়া মোটামুটি অসম্ভব বিষয়। তবে একই সঙ্গে একটা ফাঁকও রেখে দিয়েছেন তিনি। বলেছেন, ‘প্রতিটি লিগে সব কিছুই উন্মুক্ত।’ একই সঙ্গে নিজেই স্বীকার করেছেন, ন্যু ক্যাম্পে যোগ দেওয়াটা হবে খুব জটিল বিষয়।   

রোনালদোর রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার জ্বল্পনা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন থেকেই। যে দুটি ক্লাবে যাওয়ার কথা সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল, সে দুটি হচ্ছে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কিংবা ইংল্যান্ডের ম্যানইউ। আবার রোনালদোই একবার বলেছেন, ক্যারিয়ারের কোন না কোন একটি সময়ে তিনি আমেরিকান এমএলএস লিগে খেলতে চান।

আসলে কোথায় যাবেন তিনি। নাকি রিয়ালেই থাকবেন? ভক্তদের এমন কৌতুহলের মুখে হঠাৎ করেই গুঞ্জনটা ছড়িযে পড়লো, তিনি যেতে পারেন ন্যু ক্যাম্পেও। রোনালদো নাকি নিজেই এই সম্ভাবনার কথা জানিয়েছিলেন। কিন্তু ফুটবল বিষয়ক বিখ্যাত ওয়েবসাইট গোলডটকম রোনালদোর উদ্বৃতি দিয়েই জানিয়েছে, ‘এটা মোটামুটি অসম্ভব ব্যাপার।’

কিন্তু ভক্তদের ধোঁয়াশার মধ্যে রেখে দেওয়ার তাজটাও একই সঙ্গে সেরে ফেললেন তিনি। ফরাসি সংবাদ সংস্থা এপিকে তিনি বললেন, ‘ন্যু ক্যাম্পে যাওয়াটা একেবারেই অসম্ভব। এটা এমন একটি বিষয় যা আগে থেকেই আপনার মাথায় আছে যে, একদিনও বার্সেলোনার হয়ে খেলা সম্ভব নয়। এমনকি ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানইউ ব্যাতিত অন্য কোন ক্লাবেও না। তবে...’

রোনালদোর এই ‘তবে’টা নিয়েই যত গণ্ডগোল। তিনি নিজেই ‘তবে’ দিয়ে একটা দরজা যেন খুলেই রাখলেন যে কারও জন্য। সেখানে আসতে পারে বার্সা-চেলসির মত ক্লাবও। তিনি বলেন, ‘কিন্তু আমি শতভাগ গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারবো না। আগেও আমি বলেছি। ফুটবলে কোন কিছুর বিষয়েই সার্টিফিকেট (নিশ্চয়তা) নেই। সব কিছুই উন্মুক্ত, সব লিগেই। সম্ভবত আমি আমার ক্যারিয়ার এখানেই (রিয়াল মাদ্রিদ) শেষ কবো। কারণ, আমি আমার কাজে সততা বজায় রাখতে চাই।’

আগামীকাল কি ঘটবে সেটা যেমন কেউ জানে না, তেমনি জানেন না রোনালদোও। তিনি বলেন, ‘আমি জানি না আগামীকাল কি ঘটতে যাচ্ছে। হয়তো আমি ৭৫ভাগও নিশ্চিত থাকি এবং সে বিষয়টা সামনে রেখেই কথা বলি। তবে আমি এমন কিছু বলতে চাই না, যেটা সম্পর্কে আমার কোন ধারনা নেই।’

কয়েকদিন আগেই ম্যানইউ কোচ লুই ফন গাল বলেছেন, রোনালদোকে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরিয়ে আনতে চান। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেস, ‘একজন পেশাদার ফুটবলার হিসেবে এসব বিষয় আমার কাছে সব সময়ই অজানা। এ কারণে আমি সব সময়ই বর্তমান নিয়ে থাকতে চাই। বর্তমানটা খুব ভালো এবং আমি রিয়াল মাদ্রিদেই খুব সুখি আছি। তবে কয়েকবছর পর জানি না আমি কি চিন্তা করবো। কোথায় যাবো।’

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।