রংপুরকে ফাইনালেই দেখছেন স্যামি


প্রকাশিত: ০১:১৪ পিএম, ১১ ডিসেম্বর ২০১৫

এখনও নিজেদের সেরা খেলাটা খেলেনি রংপুর রাইডার্স! লিগ পর্বে দ্বিতীয় হয়েই উঠেছে ইলিমিটের রাউন্ডে। দুর্দান্ত সব পারফরম্যান্স দেখানো সত্ত্বেও নাকি সাকিব আল হাসানের দলটির সেরা খেলা এখনও দেখেনি ভক্ত-সমর্থকরা। সেই সেরা খেলাটাই কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে খেলতে চায় দলটি। জানালেন ক্যারিবীয় অলরাউন্ডার ড্যারেন স্যামি।

শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স। দলটির অন্যতম ভরসা ক্যারিবীয় তারকা ড্যারেন স্যামি। শুক্রবার তিনি সাংবাদিকদের জানালেন, এখনও নিজেদের সেরা খেলাটা খেলেনি রংপুর। সেরাটা খেলে এদিনই ফাইনাল নিশ্চিত করবে তার দল।  

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন শেষে স্যামি বলেন, ‘টুর্নামেন্টটি দারুণভাবে শুরু করেছিলাম। সে ধারাবাহিকতা এখনও ধরে রাখতে পেরেছি। এখন আমাদের সামনে সুযোগ এসেছে, সবার আগে ফাইনালে পৌঁছে যাওয়ার। আমার মনে হয়, রংপুর এখনো তাদের সেরা ক্রিকেটটা খেলেনি। কালকে (শনিবার) আমাদের সামনে সেটা করে দেখানোর সুযোগ এসে গেছে। ফাইনালে যাওয়ার জন্য সেটাই করবো আমরা।’

টুর্নামেন্টের দারুণভাবে শুরুর পর মাঝপথে কিছুটা খেই হারিয়ে ফেলেছিল রংপুর। তবে শেষদিকে আবার ঘুরে দাঁড়িয়েছে দলটি। সে ধারাবাহিকতা বজায় রেখে শনিবারের ম্যাচে জয় তুলে নেয়ার প্রত্যয় প্রকাশ করে স্যামি আরও বলেন, ‘মাঝের সময়টা ভালো না গেলেও দল হিসাবে আমরা দারুণ খেলছি। এখনও আমাদের উন্নতি করতে হবে। রংপুর এখনো তাদের সেরাটা খেলেনি। সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে আমাদের কোনো ব্যাটসম্যান নেই। তবে ভালো দিক হলো, আমরা দল হিসেবে পারফর্ম করেছি। কুমিল্লার বিপক্ষে জিততে হলে আগামীকাল আবার সেটাই করতে হবে আমাদের।’

পয়েন্ট সমান হলেও রান রেট বিবেচনায় তালিকার শীর্ষে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরেই অবস্থান করছে রংপুর রাইডার্স। বিপিএলের এবারের নতুন নিয়ম অনুযায়ী শীর্ষে থাকা দুই দল নিয়ে হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। জয়ী দল সরাসরি ফাইনাল খেলবে আর পরাজিত দলের জন্য এলিমিনেটর রাউন্ডের বিজয়ীর সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলে থাকছে ফাইনালে যাওয়ার সুযোগ। দ্বিতীয় সুযোগ নয়, প্রথম দিনেই ফাইনাল নিশ্চিত করতে মাঠে নামবে রংপুর বলে জানান স্যামি।

কোয়ালিফায়ার ম্যাচে হেরে গেলেও সুযোগ থাকবে, এতে কি নির্ভার হয়ে খেলার একটা সুযোগ তৈরি হচ্ছে রংপুরের? এই চিন্তাকে উড়িয়ে দিয়ে স্যামি বলেন, ‘হেরে গেলে কোন সুযোগ থাকবে, আমরা সেটা ভাবতে চাই না। আমরা জয়ের কথা চিন্তা করছি। নিজেদের দেখছি ফাইনালেই দেখছি আমরা।’

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।