বিএসএফের নির্যাতনে নিহত গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১১:৪১ এএম, ১১ ডিসেম্বর ২০১৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বেলপাড়ায় বিএসএফের নির্যাতনে নিহত বাংলাদেশি গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহমান (৩৩) শিবগঞ্জ উপজেলার বেলপাড়া গ্রামের শিষ মোহাম্মদের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ জুনাইদ আলম খাঁন জানান, গত মঙ্গলবার অাব্দুর রহমান জহুরপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। গরু নিয়ে ফিরে আসার সময় সীমান্তের শূন্য রেখার অদূরে ভারতের ৬ কিলোমিটার অভ্যন্তরে নাড়ুখাকি ক্যাম্পের ২০ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা বুধবার রাত ৩টার দিকে তার উপর নির্যাতন চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তার সঙ্গীরা বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুর রহমানকে তার বাড়িতে পৌঁছে দেয়।

শিবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ বিকেলে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আব্দুল­াহ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।