টোকিওতে আরও খারাপ করে বিদায় শ্যুটার বাকির

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:২০ এএম, ২৫ জুলাই ২০২১

টোকিও অলিম্পিকের শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের কোয়ালিফিকেশন রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন বাংলাদেশের আবদুল্লাহ হেল বাকি।

তিনি ৬১৯.৮ স্কোর করে ৪৭ জন প্রতিযোগির মধ্যে ৪১ তম হয়েছেন। এই কোয়ালিফিকেশন রাউন্ডের সেরা ৮ শ্যুটার খেলবেন ফাইনালে।

আবদুল্লাহ হেল বাকি প্রথম সিরিজের ১০ শ্যুটে স্কোর করেন ১০২.৮। দ্বিতীয় সিরিজে করেন ১০৩.৪, তৃতীয় সিরিজে ১০২.৯, চতুর্থ সিরিজে ১০৩.৮, পঞ্চম সিরিজে ১০৩.৮ ও ষষ্ঠ সিরিজে ১০৩.১।

মোট ৬ সিরিজে ৬০ শ্যুটে বাকির গড় স্কোর ১০.৩৩।

উল্লেখ্য, ২০১৬ সালে রিও অলিম্পিকে বাকি কোয়ালিফিকেশন রাউন্ডে ৬২১.২ স্কোর করে ৫০ প্রতিযোগীর মধ্যে হয়েছিলেন ২৫তম। এবার সেই স্কোরও ছোঁয়া হলো না তার।

আরআই/এসএএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।